শেয়ারবাজারে নতুন পণ্য আনতে দুবাইতে বিএসইসি-এসসিএ’র চুক্তি
শেয়ারবাজারে নতুন পণ্য ও সেবা প্রণয়নের লক্ষ্যে আরব আমিরাতের সিকিউরিটিজ অ্যান্ড কমোডিটিজ অথরিটির (এসসিএ) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুবাইতে বিএসইসি ও এসসিএ’র মধ্যে এ চুক্তি সাক্ষরিত হয়।বিএসইসির পক্ষে চুক্তিতে সাক্ষর করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসসিএ’র পক্ষে সাক্ষর করেন সংস্থাটির সিইও ড. মারইয়াম বুতি আল সৌদি।বিএসইসি জানায়, এ চুক্তির ফলে উভয় দেশের পুঁজিবাজারে ডুয়েল লিস্টিং, বন্ড ইস্যু এবং জয়েন্ট সাবসক্রিপশনের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও আইন কানুন প্রণয়ন, পুঁজিবাজারে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ, পুঁজিবাজারে নতুন পণ্য এবং সেবা প্রণয়ন ইত্যাদি বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে এ চুক্তি।এর আগে চলতি বছরের ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশে মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, বাণিজ্যিক সহযোগিতাসহ পারস্পরিক সম্পর্ক উন্নয়নের। ওই সময় বিএসইসি’র সাথে এসসিএ’র বৈঠক হয়। বৈঠকে উভয় দেশের পুঁজিবাজার ও বিনিয়োগ সম্ভাবনা ও সুযোগ-সুবিধার পাশাপাশি বিএসইসি এবং এসসিএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়েছিল।