শেয়ারবাজারে মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে

Date: 2023-01-30 00:00:28
শেয়ারবাজারে মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে
সপ্তাহের ২য় কার্যদিবস বা সোমবারও (৩০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এছাড়া এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক কমেছে। তবে ঊভয় শেয়ারবাজারে আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে।জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২৬ পয়েন্টে।এদিন ডিএসইতে আজ ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার। এ হিসাবে আজ ২০ কোটি ৩১ লাখ টাকার বা ৪.১৫% লেনদেন বেড়েছে।ডিএসইতে আজ ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩২টির বা ৯.৫০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৫টির বা ৪০.০৬ শতাংশের এবং ১৭০টির বা ৫০.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।এদিন ডিএসইতে সবচেয়ে বেশি জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলসের ৪৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪১ কোটি ৯১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৩৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৫২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ৬২টির এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news