শেয়ারবাজারে লেনদেনের সাথে বেড়েছে মূলধন

বিদায়ী সপ্তাহে (১৭ সেপ্টেম্বর-২১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের পয়েন্ট মান বৃদ্ধি পেয়েছে। একইসাথে বেড়েছে বাজার মূলধন। পাশাপাশি আলোচ্য সপ্তাহে টাকার অঙ্কেও শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ১ হাজার ১৪০ কোটি ৪১ লাখ টাকা বা ৩৯ দশমিক ৮১ শতাংশ।গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনও বেড়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৭ লাখ ৫৭ হাজার ৯৩৩ কোটি টাকা, যা সপ্তাহ শেষে ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি টাকায় দাঁড়িয়েছে।বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩০২ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচকে এক সপ্তাহে ১১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক বেড়েছে ৪ দশমিক ০৩ পয়েন্ট।গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০৩ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৬টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ৯২টির, বিপরীতে কমেছে ৭৩ কোম্পানির শেয়ারদর।