শেয়ারবাজারে লেনদেন আরও কমলো
![শেয়ারবাজারে লেনদেন আরও কমলো](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6750/dse11111111111.jpg)
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন প্রধান শেয়ারবাজারে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ সূচক এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’ সমান ১ পয়েন্ট করে কমেছে।সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৪৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর গতকাল (সোমবার) লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকা। সেই তুলনায় আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ২৬ লাখ ৯৬ হাজার টাকা। এর আগে গত রোববার (৯ এপ্রিল) প্রথম কার্যদিবসে লেনদেন কমে ছিলো ১১৩ কোটি ৫০ লাখ টাকার।মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৩৪টির, কমেছে ৭৮টির। বাকি ১৮৩টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।