শেয়ারবাজারে কারসাজির এক পথ বন্ধ করলে নতুন পথ বের করে’
![শেয়ারবাজারে কারসাজির এক পথ বন্ধ করলে নতুন পথ বের করে’](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5499/656323.jpg)
শেয়ারবাজারের নিয়ন্ত্রকদের কারসাজি চক্রকে প্রতিনিয়তই ধরার চেষ্টা করে। কিন্তু কারসাজি চক্র বিভিন্ন পদ্ধতিতে তাদের কারসাজি চালিয়ে যাচ্ছে। গোটা বিশ্বে শেয়ারবাজারে কারসাজি হয়। সুতরাং কারসাজি একেবারে বন্ধ হবে, সেটা বলা যাবে না। কারণ কারসাজির এক পথ বন্ধ করলে, তারা নতুন নতুন পথে বের করে বলে মন্তব্য করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান।সোমবার (২০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে আয়োজিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) দুই দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা এসব মনোভাব প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুব আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।তিনি বলেন, নতুন পথে বিভিন্ন কৌশল তারা কারসাজি করে। যা পুরোনো থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। এই অবস্থায়ও আমরা থেমে নেই, প্রতিনিয়ত আমরা কাজ করছি, কারসাজি ধরতে। কারসাজি চক্র ধরতে বিএসইসিতে অটোমেশন করা হচ্ছে। যাতে কারসাজি শুরুতে চিহ্নিত করা যায়, যাতে এ কাজে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি দেওয়া যায়।সাইফুর রহমান বলেন, বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ প্রতিনিয়তই কারসাজি চক্রকে শাস্তি দিচ্ছে। তাদের শাস্তি যেন আরও বেশি হয়, সে বিষয়ে তদারকি করা হচ্ছে। গুরুত্ব দিয়ে সেই কাজ শেষ করা হচ্ছে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনালে মামলা করা হচ্ছে। তাদের উপযুক্ত শান্তির লক্ষে প্রয়োজনীয় আইনে সংযোজন আনা হচ্ছে। যাতে শেয়ারবাজারে অন্যায় করে কেউ পার না পায়।প্রথমবারের মত ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইওএসকো-এপিআরসির ২দিন ব্যাপী সভা শুরু আগামী বুধবার। শেষ আগামী বৃহস্পতিবার। সভাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে। বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে সুপারভাইজরি পরিচালক সভা। শেষ হবে বেলা ১২ টায়। একইদিনে দুপুর দেড়টায় শুরু হবে এনফোর্সমেন্ট পরিচালক সভা। শেষ হবে বিকাল ৪ টায়। সভা দুটির সভাপতিত্ব করবে বিএসইসির চেয়ারম্যান এবং আইওএসকো- এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।সভা দুটিতে বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্মকর্তা সহ তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া সভায় সারা বিশ্বের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিয়ে গঠিত প্রতিষ্ঠান আইওএসকোর সচিবালয় ও স্পেনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।