শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থা বাড়বে!

Date: 2023-02-23 20:00:18
শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থা বাড়বে!
বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রেজিওনাল কমিটির (এপিআরসি) ২দিন ব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে করে দেশ ও দেশের শেয়ারবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে। এই পরিচিতির ফলে বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কতৃক আয়োজিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রেজিওনাল কমিটির (এপিআরসি) ২দিন ব্যাপী সভার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।ড. মসিউর রহমান বলেন, বিএসইসির এই আয়োজনের মাধ্যমে বৈশ্বিক শেয়ারবাজার এর নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট আইন কানুনের সাথে সমন্বয় করে দেশের শেয়ারবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।তিনি আরও বলেন, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি সহ দেশের শেয়ারবাজারের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।তিনি বিএসইসির সাম্প্রতিক শরীযাহ্ ভিত্তিক ইনসট্রমেন্ট ও বন্ড আনয়নের প্রশংসা করেন। আইওএসকো এশিয়া প্যাসিফিক রেজিওনাল কমিটির (এপিআরসি) চেয়াম্যান নির্বচিত হওয়ায় অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামকে অভিনন্দন জানান।বিশেষ অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, আইওএসকো এশিয়া প্যাসিফিক রেজিওনাল কমিটির (এপিআরসি) সভা আয়োজনের সুযোগ বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের। বিএসইসি এর আগেও আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আয়োজন করেছে। আগামীতে আরও নিয়মিত আয়োজন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।অনূষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন আইওএসকোর ভাইস চেয়ারম্যান ও এপিআরসি এর চেয়ার শিগেরু আরিজুমি, আইওএসকোর ডেপুটি সেক্রেটারী জেনারেল তানজিনডার সিং, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।এছাড়াও,সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্মকর্তা সহ তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news