শেয়ারবাজারে বেড়েছে ক্রেতার চাপ
![শেয়ারবাজারে বেড়েছে ক্রেতার চাপ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6183/DSE-CSE-1.jpg)
: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান তিনগুন বেশি হয়েছে। তবে কমেছে লেনদেন পরিমাণ। সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান পাঁচগুন বেশি হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ। উভয় স্টকে বেড়েছে ক্রেতার চাপ।স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৮ দশমিক শূন্য ১ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৩ দশমিক ২৫ পয়েন্টে।এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টি এবং কমেছে ২৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০৫টির। এদিন ডিএসইতে সী পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সী পার্ল বিচ ৩৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ১৬ কোটি ৭২ লাখ টাকা, আরডি ফুড ১৪ কোটি ৫৩ লাখ টাকা, শাইনপুকুর ১৩ কোটি ১৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১২ কোটি ৭৬ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৮৪ লাখ টাকা, আল-হাজ্ব টেক্সটাইল ৮ কোটি ২১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৭ কোটি ৪৬ লাখ টাকা, ফাইন ফুডস ৬ কোটি ৯৭ লাখ টাকা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টি, কমেছে ৮টি এবং পরিবর্তন হয়নি ৬৫টির।এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৪ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স ২০ দশমিক ২১ পয়েন্ট এবং সিএসআই ১ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৩ দশমিক ২৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৪ দশমিক ১৩ পয়েন্টে, ১১ হাজার ১৪ দশমিক ৪৯ পয়েন্টে এবং ১ হাজার ১৫৮ দশমিক ৪৮ পয়েন্টে।এদিন সিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচ আর টেক্সটাইল ৩ কোটি ১ লাখ টাকা, আরডি ফুড ১ কোটি ৩৪ লাখ টাকা, সী পার্ল বিচ ৩৯ লাখ টাকা, শাইনপুকুর ১৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্স ১৩ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৮ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজ ৮ লাখ টাকা এবং জেনেক্স ইনফোসিস ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।