শেয়ারবাজারে ১২০০ বিনিয়োগকারী ফেরত পেলেন অবণ্টিত লভ্যাংশ

Date: 2023-07-30 17:00:07
শেয়ারবাজারে ১২০০ বিনিয়োগকারী ফেরত পেলেন অবণ্টিত লভ্যাংশ
পুঁজিবাজার স্থিতিশীল তহবিল বা (সিএমএসএফ) গঠনের পর এখন পর্যন্ত ১ হাজার ১৭০ বিনিয়োগকারীকে তাঁদের প্রাপ্য লভ্যাংশ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে নগদ লভ্যাংশ পেয়েছেন ৮০০ বিনিয়োগকারী। আর বোনাস লভ্যাংশ পেয়েছেন ৩৭০ বিনিয়োগকারী। দীর্ঘদিন ধরে এসব বিনিয়োগকারীর লভ্যাংশ তালিকাভুক্ত কোম্পানিগুলোর হাতে অবণ্টিত লভ্যাংশ হিসেবে পড়ে ছিল। সিএমএসএফ গঠনের পর এসব অবণ্টিত লভ্যাংশের একটি বড় অংশ তহবিলে ফেরত আনা হয়েছে। সেখান থেকে এখন তা লভ্যাংশের দাবিদারদের মধ্যে বিতরণ করা হচ্ছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উদ্যোগে গঠিত সিএমএসএফের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান আজ এসব তথ্য জানান। পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম বা সিএমজেএফ আয়োজিত ‘সিএমজেএফ টকে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্টনে সিএমজেএফ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান। আর সঞ্চালনায় ছিলেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, সিএমএসএফের আকার বেড়ে এখন ১ হাজার ২৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের অবণ্টিত ও দাবিহীন বোনাস ও রাইট শেয়ারের মূল্য ৭১০ কোটি টাকা। আর নগদ লভ্যাংশের পরিমাণ প্রায় ৫৬০ কোটি টাকা। গত বছর এই তহবিলের পরিচালন খরচ মিটিয়ে আরও ৯ কোটি টাকা তহবিলে যুক্ত হয়েছে। এ বছর তারচেয়েও বেশি টাকা জমা হতে পারে।নজিবুর রহমান বলেন, সিএমএসএফ পুঁজিবাজারের জন্য অত্যন্ত জরুরি একটি উদ্ভাবন। এত দিন নানা কারণে অনেক বিনিয়োগকারীর প্রাপ্য লভ্যাংশ এবং বোনাস ও রাইট শেয়ার কোম্পানিগুলোর কাছে আটকে ছিল। সিএমএসএফ গঠিত হওয়ায় তাদের সেই লভ্যাংশ বুঝে পাওয়ার সহজ সুযোগ তৈরি হয়েছে। এটি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে তহবিলের আকার বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। যেসব কোম্পানি গত ৩০ জুনের মধ্যে অবণ্টিত লভ্যাংশ ও শেয়ার তহবিলে স্থানান্তর করেনি, তাদের ২ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।অনুষ্ঠানে জানানো হয়, তহবিল থেকে এখন পর্যন্ত পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য আইসিবির মাধ্যমে ২৭৫ কোটি টাকা বাজারে বিনিয়োগ করা হয়েছে। নজিবুর রহমান আরও বলেন, আগামী দিনের সুন্দর পুঁজিবাজারের জন্যই আমরা সবাই কাজ করছি। বাজারে মিউচ্যুয়াল ফান্ডের উন্নয়নে ইটিএফ চালু করতে কাজ করছি আমরা। ইতোমধ্যে আমাদের কাছে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব নিয়ে এসেছে।দেশের শেয়ারবাজারে এক যুগের বেশি সময় ধরে মিউচ্যুয়াল ফান্ডগুলো খারাপ অবস্থায় রয়েছে। এমন বাজারে সিএমএসএফের উদ্যোগে নতুন মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আসার উদ্দেশ্য কি এবং সেই উদ্দেশ্য কতটা সফল হয়েছে—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যা থাকবেই, কিন্তু হতাশ হলে চলবে না। আগামী দিনের সম্ভাবনার জন্য কাজ করে যেতে হবে।

Share this news