শেয়ারবাজার থেকে এক দিনে ১ লাখ কোটিরও বেশি আয় আদানির

ভারতের আলোচিত ধনকুবের গৌতম আদানি আবারও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠেছেন। গত মঙ্গলবার দেশটির শেয়ার বাজার থেকে এক ট্রিলিয়ন রুপি আয় করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ কোটি টাকারও বেশি।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় ১৬ নম্বরে উঠেছেন আদানি। ফোর্বসের রিয়েলটাইম বিলিনেওয়ার্স ইনডেক্স অনুযায়ী, শুধু মঙ্গলবারেই গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ১৩.৩ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ কোটি টাকারও বেশি।প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকেই শেয়ার বাজারে উত্থান হচ্ছে আদানি গ্রুপের শেয়ারের। আদানি-হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রাখার পরদিন থেকেই আদানি গ্রুপের উত্থান হচ্ছে। গত সপ্তাহের সেই উত্থানের রেশ চলতি সপ্তাহেও বজায় রয়েছে।মার্কিন এক সংস্থার একাধিক রিপোর্ট অনুযায়ী, হিন্ডেনবার্গের পক্ষ থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে তোলা জালিয়াতি অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। সেই অভিযোগের কোনও প্রাসঙ্গিকতা নেই।আদানি সম্পর্কে ওই খবর শেয়ারবাজারে প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।