শেয়ারবাজার পতনে দুষ্কৃতিকারী চক্রের হাত!

Date: 2022-12-21 00:00:12
শেয়ারবাজার পতনে দুষ্কৃতিকারী চক্রের হাত!
দেশের দুই শেয়ারবাজারেই চলছে টানা পতন। গেলো সপ্তাহের শেষ দুই কার্যদিবস সহ টানা ছয় দিন পতনে দেশের উভয় শেয়ারবাজার। এই পতনের পেছনে কাজ করছে একটি দুষ্কৃতিকারী চক্র। সর্বশেষ তথ্য মতে ৩শ’রও বেশি কোম্পানির লেনদেন প্রায় বন্ধ। বাকি কিছু কোম্পানির শেয়ার লেনদেন হলেও সেই কোম্পানিগুলোর শেয়ারদরও ফ্লোরে নামানোর প্রতিযোগিতায় নেমেছে সেই চক্রটি।এই চক্রটি লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারে সেল প্রেসার দিচ্ছে। সেই চক্র এমন বড় বড় সেল প্রেসার দিয়ে কমদামে বাজার থেকে শেয়ারগুলো হাতিয়ে নিচ্ছে। যার কারণে ক্রমাগভাবে শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে।সেই চক্রের চাপে আজ ডিএসইর প্রধান সূচক কমেছে সাড়ে ২৭ পয়েন্ট। দিনের প্রথমে ডিএসইর সূচক ১০ পয়েন্ট কমলেও, পরবর্তিতে সূচক বেড়ে কিছুটা উঁকি মারে। কিন্তু শেয়ার বিক্রির চাপে আজ সূচক কমে দাঁড়ায় ৩৬ পয়েন্টে। কিন্তু দিন শেষে সূচক পতন হয় সাড়ে ২৭ পয়েন্টে। শেয়ারবাজারের এই পতন অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৮.৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.০৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.২৫ পয়েন্টে এবং দুই হাজার ১৯৩.০৩ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ১৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৪১ লাখ টাকার।ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১টির, শেয়ার দর কমেছে ৭৭টির এবং ২০৫টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৭.৯৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬টির দর বেড়েছে, কমেছে ৫২টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news