শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

Date: 2023-02-16 04:00:14
শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক
দেশের শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। গতকাল (১৫ ফেব্রুয়ারি) গণভবনে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেয়ারবাজারের উন্নয়নে দিক-নির্দেশনা দেন।কমিশন সূত্রে জানা গেছে, বিএসইসির চেয়ারম্যান শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময়ে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি থেকে শেয়ারবাজার বিকশিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম শেয়ারনিউজকে বলেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রোড শোর বিষয়ে আলোচনা হয়েছে।তবে প্রধানমন্ত্রীর সাথে বিএসইসির চেয়ারম্যানের বৈঠকের বিষয়ে একাধিক সূত্রে জানা গেছে, শেয়ারবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে দেওয়া নিয়ে বিএসইসির চেয়ারম্যানসহ কয়েকজন বিদেশি বিনিয়োগকারী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। বিদেশি বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার দাবি তোলেন।তবে বিএসইসির চেয়ারম্যান বলেন, ফ্লোর প্রাইস প্রত্যাহার করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ আগে দেখতে হবে। তিনি বলেন, ফ্লোর প্রাইস তোলার সময় হলে পর্যায়ক্রমে তা প্রত্যাহার করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শেয়ারবাজারের জন্য সামনে ভালো সময় অপেক্ষা করছে। তখন এমনিতেই ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে।

Share this news