শেয়ারবাজার নিয়ে প্রত্যাশার গুঞ্জন

Date: 2023-01-28 04:00:17
শেয়ারবাজার নিয়ে প্রত্যাশার গুঞ্জন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বড় পতনে ছিল বাংলাদেশের শেয়ারবাজারও। সেই পতন থেকে বাজারকে রক্ষা করা এবং বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে ফ্লোর প্রাইস বেধে দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর শেয়ারবাজার কিছুটা ভালো হলেও কিছুদিন পরে প্রায় সবগুলো কোম্পানির শেয়ারদরই নেমে আসে ফ্লোর প্রাইসে।ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ভয়ে অনেক বিনিয়োগকারীই নিজেদের পুঁজি নিয়ে সাইড লাইনে অবস্থান করছে। এতে করে লেনদেন কমে একের পর রেকর্ড করছে শেয়ারবাজার। এতে করে শেয়ারবাজার প্রায় অচল হয়ে যাওয়ার মূহুর্তে ১৬৮টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এরই ফলে গেলো দুই এক দিন কোম্পানিগুলোর শেয়ারদর কমলেও, পরবর্তীতে আবারও ঘুরে দাঁড়িয়েছে কোম্পানিগুলোর শেয়ারদর।এতে করে কোম্পানিগুলোর শেয়ারদর ফ্রি থাকায় বেড়েছে লেনদেনের পরিমান।কিন্তু বাজারে এখনও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হয়নি। যার কারণে এখনও শেয়ারবাজার চলছে ঝিমিয়ে ঝিমিয়ে। শেয়ারবাজারকে এমন ঝিমিয়ে চলা রীতি থেকে বের করার জন্য আইসিবির সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই খবরেও গেলো দুই সপ্তাহ শেয়ারবাজার কিছুটা ভালো কাটিয়েছে।বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারবাজার বর্তমান অবস্থা থেকে বের করে রমজান মাসের আগেই ভালো করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিসহ শেয়ারবাজার সংশ্লিষ্টরা। আর এর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হওয়ার জন্য সকল প্রকার সহায়তা করবে বিএসইসি এবং বাজার ভালো না হওয়া পযর্ন্ত ফ্লোর প্রাইস অব্যহত থাকবে বলেও আশ্বাস দিচ্ছে প্রতিষ্ঠানটি।শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হলেই বাজার ভালো হয়ে যাবে। সে হিসেবে নিয়ন্ত্রক সংস্থা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করার চেষ্টা করছে। এরই আলোকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বাজার ভালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এরআগে চলতি বছরের প্রথম কোয়ার্টারেই শেয়ারবাজার ভালো হবে বলে আশ্বাস দিয়েছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। তার এই মন্তব্যের আলোকে বাজার শীঘ্রই ভালো হবে এমন প্রত্যাশার গুঞ্জন শুনা যাচ্ছে সংশ্লিষ্টদের মাঝে।

Share this news