শেয়ারবাজার কি তবে আড়াই বছর পেছনে ফিরে গেল
![শেয়ারবাজার কি তবে আড়াই বছর পেছনে ফিরে গেল](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3931/prothomalo-bangla-2022-11-9ca45dc8-180f-42b5-beb3-d94c6ced91cd-Untitled_1.png)
শেয়ারবাজারের লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর (ফ্লোর প্রাইস) তুলে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার প্রথম দিনে গত বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেনে স্থবিরতা দেখা গেছে। ওই দিন ডিএসইতে লেনদেন হয় মাত্র ২২৭ কোটি টাকার।লেনদেনের সেই স্থবিরতা নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল সোমবারও অব্যাহত ছিল। এদিন লেনদেন আরও কমে নেমে আসে ২০০ কোটির নিচে, ১৯৮ কোটি টাকায়। এটি ডিএসইতে গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে ২০২০ সালের ৭ জুলাই ডিএসইতে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।২০২০ সালে করোনার কারণে দীর্ঘদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধও ছিল। লেনদেন বন্ধ থাকা অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বেও বদল ঘটে। এরপর থেকে লেনদেন ওঠানামার মধ্যে থাকলেও ২০০ কোটি টাকার নিচে নামেনি।লেনদেনের পাশাপাশি গতকাল সূচকও কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১২ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৯ পয়েন্টে নেমেছে। সব মিলিয়ে ডিএসইতে সোমবার ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত ছিল ১৬৭টির।বাজারের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বলেন, ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তরের কারণে বাজারে এখন ভালো মৌলভিত্তির শেয়ারের বলতে গেলে তেমন কোনো লেনদেনই হচ্ছে না।