শেয়ার কিনবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক সোহেলা হোসেন ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদের ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন এ উদ্যোক্তা-পরিচালক।২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৫৭ কোটি ৫৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১৭৪ কোটি ৭৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮০৫। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৪৭ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৩ দশমিক ১০ শতাংশ, দশমিক ৫৪ শতাংশ বিদেশী ও বাকি ৩৮ দশমিক ৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।