শেয়ার কিনবেন এমটিবির উদ্যোক্তা পরিচালক

Date: 2022-10-10 23:00:16
শেয়ার কিনবেন এমটিবির উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী ব্যাংকটির ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটে বিদ্যমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন এ উদ্যোক্তা পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৯৩ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৬২ কোটি ২০ লাখ টাকা। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ২২৪। এর মধ্যে ৩৬ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৭৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৩ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।ডিএসইতে গতকাল এমটিবির শেয়ারের সর্বশেষ দর ছিল ১৬ টাকা ৬০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৬ টাকা ৩০ পয়সা ও ২২ টাকা ১০ পয়সা।

Share this news