শেয়ার কিনবেন দুই কোম্পানির উদ্যোক্তা-পরিচালক

Date: 2022-12-15 16:00:09
শেয়ার কিনবেন দুই কোম্পানির উদ্যোক্তা-পরিচালক
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা-পরিচালক এসএম আশরাফুল আলম এবং কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক খলিলুর রহমান পৃথকভাবে কোম্পানি দুটির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসইর মাধ্যমে গতকাল পৃথকভাবে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি দুটি।তথ্য অনুসারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা-পরিচালক এসএম আশরাফুল আলম কোম্পানিটির এক লাখ শেয়ার বিক্রি করবেন। তার কাছে বর্তমানে কোম্পানিটির ৬ কোটি ৫৯ লাখ ১৬ হাজার ৭৬২টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করবেন এ উদ্যোক্তা-পরিচালক।ডিএসইতে গতকাল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১ হাজার ৪৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১ হাজার ১৬ টাকা ও ১ হাজার ২৩৪ টাকা ৯০ পয়সা।অন্যদিকে, কেডিএস অ্যাকসেসরিজের উদ্যোক্তা-পরিচালক খলিলুর রহমানের কাছে বর্তমানে কোম্পানিটির ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ১৯৮টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি। ঘোষণাকৃত শেয়ারের মধ্যে ১০ লাখ মূল মার্কেটের মাধ্যমে এবং ৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করবেন এ উদ্যোক্তা-পরিচালক। ডিএসইর মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে উল্লেখিত শেয়ার বিক্রি করা হবে।ডিএসইতে গতকাল কেডিএস অ্যাকসেসরিজের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৭ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫০ টাকা ২০ পয়সা ও ১০২ টাকা ১০ পয়সা।

Share this news