শেয়ার কিনবে জেনারেশন নেক্সটের করপোরেট পরিচালক

Date: 2023-02-16 20:00:18
শেয়ার কিনবে জেনারেশন নেক্সটের করপোরেট পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের করপোরেট পরিচালক এ জে করপোরেশন লিমিটেড সম্প্রতি দুই দফায় কোম্পানিটির ১০ লাখ করে মোট ২০ লাখ শেয়ার কেনার পর তৃতীয় দফায় আরো ১০ লাখ শেয়ার ঘোষণা দিয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে ব্লক মার্কেটের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবে এ করপোরেট পরিচালক।২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৯৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭১ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৯ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৫৫৫। এর মধ্যে ১৩ দশমিক ৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩ দশমিক শূন্য ২ শতাংশ প্রাতিষ্ঠানিক ও বাকি ৬৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Share this news