শেয়ার কারসাজির দায়ে ফের জরিমানা কবলে হিরু!

Date: 2022-11-22 04:00:18
শেয়ার কারসাজির দায়ে ফের জরিমানা কবলে হিরু!
শেয়ারবাজারে একের পর বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করা হিরু চক্রকে আবারও জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।জানা গেছে, বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের (বিএনআইসিএল) শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল খায়ের হিরুর স্ত্রী এবং মোনার্ক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানসহ আরও কয়েকজনকে ২ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।কারসাজির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের কারসাজি প্রমাণিত নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দোষীদের জরিমানা করে। বিএনআইসিএলের শেয়ার কারসাজির সঙ্গে জড়িত অন্যান্যরা হলেন- সিটি ব্রোকারেজের বিনিয়োগকারী মো. এ.জি. মাহমুদ, একই ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারী তার ভাই মো. সাইফ উল্লাহ ও ডিআইটি কো-অপারেটিভ।কারসাজি চক্র সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ সেকশন ১৭(ই)(৫) ভঙ্গ করার কারণে এই জরিমানার কবলে পরেন।বিএসইসির নির্দেশ মোতাবেক কাজী সাদিয়া হাসানকে ১ কোটি ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।এছাড়া, একই কোম্পানির শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(৫) ভঙ্গের দায়ে সাইফ উল্লাহকে ৫০ লাখ টাকা, এজি মাহমুদকে ১৫ লাখ টাকা ও ডিআইটি কো-অপারেটিভকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।এর আগেও আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান, সিটি ব্রোকারেজের বিনিয়োগকারী মো. এ জি মাহমুদ, একই ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারী ও তার ভাই মো. সাইফ উল্লাহ এবং ডিআইটি কো-অপারেটিভকে একাধিকবার জরিমানা করা হয়েছে। তারা সবাই শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত এবং আবুল খায়ের হিরুর সহযোগী হিসেবে কাজ করে থাকে।

Share this news