শেয়ার ইস্যুর অনুমোদন পেল এভিন্স টেক্সটাইলস

Date: 2024-01-10 08:00:09
শেয়ার ইস্যুর অনুমোদন পেল এভিন্স টেক্সটাইলস
পরিশোধিত মূলধন বাড়াতে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেডকে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল শেয়ার ইস্যুর এ অনুমোদন দেয়া হয়। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে এভিন্স টেক্সটাইলস।তথ্য অনুসারে, সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনসের শেয়ারহোল্ডারদের অনুকূলে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে এভিন্স টেক্সটাইল। ১০ টাকা অভিহিত মূল্যের এসব শেয়ার ইস্যুর মাধ্যমে ৭৯ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এ অর্থ পরিশোধিত মূলধন বাড়াতে ব্যবহার করা হবে। ডিএসইতে গতকাল এভিন্স টেক্সটাইলসের শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৪০ থেকে ১৫ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এভিন্স টেক্সটাইলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৫ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এভিন্স টেক্সটাইলস বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১২ টাকা ৬৬ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এভিন্স টেক্সটাইলস বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

Share this news