শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৭২ কোটি ২০ লাখ ৬৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আনোয়ার ওরিয়ন ফার্মা । কোম্পানিটির ৪০ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে সী-পার্ল হোটল । কোম্পানিটির ৩৭ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।অন্যান্য কোম্পানিগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো সিএনজি, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডিকম এবং এডিএন টেলিকম।