শেয়ার বিক্রি করে এক কোটি ডলার পেল ইউনিক হোটেল

Date: 2023-03-29 06:00:19
শেয়ার বিক্রি করে এক কোটি ডলার পেল ইউনিক হোটেল
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড কাতারের দোহাভিত্তিক কোম্পানি নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছ থেকে শেয়ার বিক্রির ১ কোটি ৯ লাখ ১১ হাজার ৫৮৭ ডলার পেয়েছে।শেয়ারবাজারের কোম্পানিটির সাবসিডিয়ারি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের শেয়ার কেনার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় দফায় এই অর্থ পেয়েছে তারা। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই তথ্য জানা গেছে।কোম্পানিটি জানিয়েছে, গত ২৭ মার্চ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যাংক হিসাবে নিবরাস অর্থ পাঠিয়েছে। অভিহিত মূল্য, প্রিমিয়াম ও আরজেএসসির স্ট্যাম্প ডিউটি বাবদ এই অর্থ পাঠিয়েছে কাতারের কোম্পানিটি। চুক্তির শর্তানুসারে পরবর্তী সময়ে চতুর্থ ও শেষ দফার অর্থ পাঠানো হবে।শেয়ার বিক্রির পর বর্তমানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কাছে বিদ্যুৎ কেন্দ্রটির ৩৭ দশমিক ২৪ শতাংশ, নিবরাসের ২৪ ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের ৩৭.৭৬ শতাংশ শেয়ার রয়েছে।এর আগে ২০২১ সালের ১৫ এপ্রিল ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ১১.৭৬ শতাংশ শেয়ার কিনতে নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির সঙ্গে চুক্তি করে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।চুক্তি অনুসারে নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ১৪ হাজার ৬৪১টি শেয়ার বিক্রি করা হবে, যা কোম্পানিটির মোট শেয়ারের ১১.৭৬ শতাংশ।১০ টাকা অভিহিত মূল্যে ১৪ হাজার ৬৪১টি শেয়ারের দর দাঁড়ায় ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা। এর সঙ্গে প্রিমিয়াম মিলিয়ে নিবরাস পাওয়ারের কাছে মোট ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ ডলারে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার বিক্রি করা হবে।

Share this news