শেয়ার বেচবে লংকাবাংলার উদ্যোক্তা পরিচালক

Date: 2022-10-03 03:00:13
শেয়ার বেচবে লংকাবাংলার উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্সের উদ্যোক্তা পরিচালক তাহসিনুল হক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির ২২ লাখ ২৫ হাজার ৯৬টি শেয়ার বেচবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, তাহসিনুল হকের কাছে কোম্পানির মোট ২ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৭০৩টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ২২ লাখ ২৫ হাজার ৯৬টি শেয়ার বেচবে তাহসিনুল হক।LankaBangla securites single pageএই উদ্যোক্তা পরিচালক আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

Share this news