শেয়ার বেচবে বারাকা পাওয়ারের কর্পোরেট পরিচালক
![শেয়ার বেচবে বারাকা পাওয়ারের কর্পোরেট পরিচালক](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6517/baraka-power.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ারের কর্পোরেট পরিচালক কর্ণফুলী হার্বার লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কর্ণফুলী হার্বারের কাছে কোম্পানির মোট ১০ লাখ ৪৫ হাজার ৯৫৮টি শেয়ার বেচবে। এই কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ৬২ লাখ ৬৯ হাজার ৪৫১টি শেয়ার আছে।কর্ণফুলী হার্বার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।