শেষ দিনে আইটি ও বিমা খাতের দাপট

Date: 2023-01-19 20:00:10
শেষ দিনে আইটি ও বিমা খাতের দাপট
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল আইটি খাতের শেয়ারে। ফলে খাতটির শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এর আগের কার্যদিবস লেনদেনের শীর্ষে থাকলেও এ খাতে শেয়ারদর কমেছে। ফলে একদিন পরেই আলোচ্য খাতের শেয়ারদর বেড়েছে। এদিন খাতটিতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এরপর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল বিমা খাতের শেয়ার। এ খাতটিও লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল। তাই আলোচ্য খাত দুটির দাপট গতকাল বেশি ছিল জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের আগ্রহের তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ছিল ভ্রমণ ও অবকাশ এবং কাগজ ও মুদ্রণ খাত। অপরদিকে সিমেন্ট খাতের শেয়ারদর কমেছে সবচেয়ে বেশি।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আইটি খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ২০ শতাংশ। এদিন খাতটিত মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৯টির দর বেড়েছে এবং ১টির দর কমেছে। দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৯০ শতাংশ। এদিন খাতটিত মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৪২টির দর বেড়েছে এবং ৯টির দর কমেছে। ১ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ভ্রমণ খাত তৃতীয় স্থানে ছিল। এ খাতে লেনদেনে ৪টি কোম্পানির মধ্যে ২টি দর বেড়েছে এবং ২টির অপরিবর্তিত ছিল। চতুর্থ স্থানে থাকা কাগজ খাতে দর বেড়েছে শূন্য দশমিক ৭০ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন, মিউচুয়াল ফান্ড, বিবিধ, জ্বালানি ও বিদ্যুৎ, আর্থিক, খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশলী খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় সিমেন্ট খাতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে ১ দশমিক ১০ শতাংশ। এরপর দর বেশি কমেছে পাট খাতের শেয়ারে। খাতটিতে শূন্য দশমিক ৯০ শতাংশ শেয়ারদর কমেছে। শূন্য দশমিক ৪০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল ট্যানারি খাত। অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৩ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমকি ২০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ওষুধ খাতে ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। ৯ দশমিক ৩০ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত রয়েছে চতুর্থ স্থানে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে গতকাল ৫৯০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবস থেকে ৩৪৩ কোটি ৬১ লাখ টাকা বা ৩৭ শতাংশ কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৮ পয়েন্টে এবং ২২০৯ পয়েন্টে। ডিএসইতে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৬টির বা ২১ দশমিক ১১ শতাংশের, শেয়ারদর কমেছে ১০০টির বা ২৭ দশমিক ৭৮ শতাংশের এবং ১৮৪টির বা ৫১ দশমিক ১১ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৭৬ পয়েন্টে। সিএসইতে ১৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ৬১টির এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news