সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ঋণমান ‘সিপিএ ডাবল এ’

তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘সিপিএ ডাবল এ’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত ৩০ জুন পর্যন্ত চলতি ২০২৩ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণ করেছে কিনা সে সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট ডিএসইর কাছে গত সপ্তাহ পর্যন্ত জমা দেয়নি কোম্পানিটি। এ কারণে কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে চিঠিও পাঠিয়েছে এক্সচেঞ্জটি। সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশে এরই মধ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৬ এপ্রিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৯ টাকা ৩৫ পয়সায়।