সেল প্রেসারে কাবু ৬ খাতের শেয়ার

Date: 2024-04-09 14:00:08
সেল প্রেসারে কাবু ৬ খাতের শেয়ার
আগের দিন শেয়ারবাজার খুব ভালো গেছে। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ৬৪ পয়েন্টের বেশি। যে কারণে বিনিয়োগকারীরা আশা করেছিল ঈদের আগের শেষ কর্মদিবস আজ মঙ্গলবারও (০৯ এপ্রিল) বাজার ভালো যাবে।কিন্তু বিনিয়োগকারীদের সেই আশা পূরণ হয়নি। আজ যদিও বাজার ইতিবাচক ছিল, কিন্তু সেটা ছিল খুবই সামান্য। আজ ডিএসইর সূচক বেড়েছে ৪ পয়েন্টের মতো। তারপরও ইতিবাচক বাজারে ৬ খাতের শেয়ারে ছিল ত্রাহি ত্রাহি অবস্থা। খাতগুলোতে আজ সেল প্রেসার বেশি দেখা গেছে। যার কারণে খাতগুলোর বেশির ভাগ শেয়ার ছিল নিম্নমুখী। খাতগুলো হলো-বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, সিরামিক, ট্যানারি, তথ্যপ্রযুক্তি, বিবিধ।খাতগুলোর মধ্যে আজ বস্ত্র খাতের শেয়ারে ছিল পতনের বড় চাপ। আজ ডিএসইর পতনের তালিকা জুড়ে ছিল বস্ত্র খাতের শেয়ার। এখাতে আজ ৬৪ শতাংশ কোম্পানির দর কমেছে, বেড়েছে ২৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১২ শতাংশের। খাতটিতে আজ সবচেয়ে বেশি দর কমেছে নিউ লাইন ক্লথিং, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, কাট্টলী টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, জাহিন স্পিনিং, জেনারেশন নেক্সট, মেট্রো স্পিনিং। কোম্পানিগুলোর দর কমেছে ৩ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত। সবগুলো কোম্পানি আজ ডিএসইর পতনের শীর্ষ তালিকায় অন্তর্ভূক্ত ছিল।তবে খাতভিত্তিক পতনের দিক থেকে বেশি পতন হয়েছে সিরামিক খাতে ও ট্যানারি খাতের শেয়ারের। এই দুই খাতের সিংহভাগ কোম্পানিরই শেয়ারের দাম কমেছে।যদিও পতনের গভীরতা বস্ত্র খাতের কোম্পানিগুলোর মতো ছিল না।এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও বিবিধ খাতেও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

Share this news