সেল প্রেসার কমায় ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

Date: 2024-09-10 14:00:11
সেল প্রেসার কমায় ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
দেশের বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিযুক্ত হয়েই শেয়ারবাজারে গত ১৫ বছরের দুর্নীতি ও অনিয়ম খুঁজতে দৃশ্যমান অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন।তাঁর এই সাহসী পদক্ষেপে শেয়ারবাজারের দুর্নীতি ও অনিয়মের ভরপুত্ররা বেকায়দা পড়েছেন। যে কারণে নতুন চেয়ারম্যানের যোগদানের পরের কর্মদিবস থেকেই তারা অস্বাভাবিক সেল প্রেসার দিয়ে বাজারকে অস্থির করে তোলার পাঁয়তারা করছেন।বাজার সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতি ও অনিয়মের রাঘব বোয়ালদের অস্বাভাবিক সেল প্রেসার এখন প্রায় শেষ হওয়ার পথে। এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অস্বাভাবিক সেল প্রেসারের উৎস খুঁজতে তৎপর হয়েছেন। এসব কারণে শেয়ারবাজারে অস্বাভাবিক সেল প্রেসার আজ কমে গেছে। যে কারণে টানা ৬ কর্মদিবস পতনের বৃত্তে অবস্থান করে আজ মঙ্গলবার উত্থানের পথে ফিরেছে উভয় শেয়ারবাজার।তবে আগের মতো আজও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় ছিলেন। তাদের নিষ্ক্রিতার কারণে ১৮ কর্মদিবস পর আজ সূচকের বড় উত্থান হলেও লেনদেনে পতন হয়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে গত ১০ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন।বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি সাধারণ বিনিয়োগকারীদের মতো সক্রিয় থাকতো, তাহলে সূচকের আরও উত্থান হতো এবং লেনদেনেও গতি দেখা যেতো।মঙ্গলবারের বাজার পর্যালোচনাআজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ২০.২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২.২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে।এদিন ডিএসইতে ৫৬২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩৫ লাখ টাকা।আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০০টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬ হাজার ১২৭ পয়েন্টে।

Share this news