শীর্ষে আইটি খাত

Date: 2023-02-01 16:00:35
শীর্ষে আইটি খাত
দেশের পুঁজিবাজারে সব সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল আইটি খাতের শেয়ারে। ফলে এ খাতের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। একই সঙ্গে খাতটিতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এতে লেনদেন ও দর বৃদ্ধির উভয় দিক থেকে খাতটি সবার শীর্ষে রয়েছে।এরপর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল সিরামিক খাতের শেয়ার। দর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে ছিল কাগজ ও মুদ্রণ খাতের শেয়ার। অপরদিকে পাট এবং জীবন বিমা খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আইটি খাতের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ। এদিন খাতটিতে মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৯টির দর বেড়েছে এবং ১টি কোম্পানির শেয়ারদর কমেছে। এরপরের অবস্থানে থাকা সিরামিক খাতের শেয়ারদর বেড়েছে ২ শতাংশ। এদিন সিরামিক খাতে মোট ৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২টির দর বেড়েছে এবং ১টির দর কমেছে ও বাকিগুলোর অপরিবর্তিত ছিল। তৃতীয় স্থানে থাকা কাগজ খাতের দর বেড়েছে ১ দশমিক ৪০ শতাংশ। কাগজ খাতে লেনদেন হওয়া ৬টি কোম্পানির মধ্যে ৩টির দর বেড়েছে এবং ১টির দর কমেছে। এছাড়া টেলিকমিউনিকেশন, প্রকৌশলী, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক, বস্ত্র এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় পাট এবং জীবন বিমা খাতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাত দুটিতে শেয়ারদর কমেছে ১ শতাংশ করে। এর পরের স্থানে থাকা ট্যানারি এবং সাধারণ বিমা খাতে শূন্য দশমিক ৮০ শতাংশ করে শেয়ারদর কমেছে। তৃতীয় স্থানে থাকা আর্থিক খাতে শূন্য দশমিক ১০ শতাংশ শেয়ারদর কমেছে।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ২৮ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৪০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা সেবা ও আবাসন খাতে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে। ৭ দশমিক ৫০ শতাংশ লেনদেন হওয়া জীবন বিমা খাত রয়েছে চতুর্থ স্থানে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২২৩ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ৩৬৯ দশমিক ৯৭ পয়েন্টে।গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪০টির এবং কমেছে ১২৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৪টির।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৮ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবসে ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটদর বেড়েছে ৩২টি, কমেছে ৫১টি এবং পরিবর্তন হয়নি ৭৭টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০ দশমিক শূন্য ৬ পয়েন্টে।

Share this news