শীর্ষ লেনদেনের কোম্পানিরও ভরাডুবি!
![শীর্ষ লেনদেনের কোম্পানিরও ভরাডুবি!](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5584/share-sha.jpg)
গত দুই সপ্তাহে দেশের শেয়ারবাজারে মন্দাবস্থা বিরাজ করেছে। মন্দাবস্থায় লেনদেনকৃত সিংহভাগ কোম্পানিরই শেয়ার দরে পতন হয়েছে। এমনকি লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর শেয়ার দরও কমেছে গণহারে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই সপ্তাহে গত দুই সপ্তাহে শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, সী পার্ল হোটেল, জেমিনি সী ফুড, অরিয়ন ফার্মা, সোনালী পেপার, আমরা নেটওয়ার্ক ও অরিয়ন ইনফিউশন লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে কেবল সোনালী পেপারের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আলোচ্য দুই সপ্তাহের মধ্যে কোম্পানিটির শেয়ার দর ফ্লোর প্রাইস ৬১৫ টাকা ১০ পয়সা থেকে ৭০২ টাকা ৭০ পয়সা পর্যন্ত উঠে লেনদেন করেছিল। তারপর ৭ কার্যদিবসের মাথায় ফের ফ্লোর প্রাইস ৬১৫ টাকা ১০ পয়সায় ফিরে আসে কোম্পানিটির শেয়ার দর।শীর্ষ লেনদেনের বাকি কোম্পানিগুলোর আলোচ্য দুই সপ্তাহে শেয়ার দর বেশি কমেছে জেনেক্স ইনফোসিসের ১৮.০৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১৭.৪৭ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ১২.৬৫ শতাংশ, জেমিনি সী ফুডের ১২.৬২ শতাংশ, অরিয়ন ফার্মার ১২.০৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১১.৬৫ শতাংশ, বিএসসি’র ৮.৭০ শতাংশ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৬.৩৬ শতাংশ এবং সী পার্ল হোটেলের ৩.৭১ শতাংশ।