শীর্ষ দশ কোম্পানির ৭টির শেয়ারই ফ্লোর প্রাইসে আটকা

Date: 2023-12-26 00:00:14
শীর্ষ দশ কোম্পানির ৭টির শেয়ারই ফ্লোর প্রাইসে আটকা
পুঁজিবাজারে দরপতন ঠেকাতে গত ১ মার্চ তৃতীয় দফায় ফ্লোর প্রাইস (শেয়ারদরের সর্বনিম্ন সীমা) আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অবশ্য এর আড়াই মাস আগে দ্বিতীয় দফায় আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয়া হয়েছিল। ফ্লোর প্রাইসের প্রভাবে এক বছরেরও বেশি সময় ধরে পুঁজিবাজারের শীর্ষ বাজার মূলধনি কোম্পানির শেয়ারদর এক প্রকার স্থির হয়ে আছে। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সাতটির শেয়ারদর এক বছরের বেশি সময় ধরে ফ্লোর প্রাইসে আটকে আছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গত রোববারের শেয়ারদরের ভিত্তিতে শীর্ষ ১০ বাজার মূলধনি কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি), রবি আজিয়াটা লিমিটেড, রেনাটা লিমিটেড, ইনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের শেয়ারদর এক বছরের বেশি সময় ধরে ফ্লোর প্রাইসে রয়েছে। শীর্ষ বাজার মূলধনি কোম্পানিগুলোর মধ্যে এক বছরের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ওঠানামা করেছে।৩৮ হাজার ৬৯৯ কোটি টাকা বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষে রয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ২৮৬ টাকা ৬০ পয়সায় স্থির রয়েছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ৩১ হাজার ৭৩৯ কোটি টাকা। কোম্পানিটির শেয়ারদর এক বছরের বেশি সময় ধরে ১ হাজার ৪৭ টাকা ৭০ পয়সায় স্থির রয়েছে। তামাক খাতের বহুজাতিক জায়ান্ট বিএটিবিসির বাজার মূলধন ২৮ হাজার ৯ কোটি টাকা। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ৫১৮ টাকা ৭০ পয়সা।টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার বাজার মূলধন ১৫ হাজার ৭১৪ কোটি টাকা। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ৩০ টাকা। ওষুধ খাতের কোম্পানি রেনাটার বাজার মূলধন ১৩ হাজার ৯৬৯ কোটি টাকা। কোম্পানিটির শেয়ারদর এক বছরের বেশি সময় ধরে ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সায় স্থির রয়েছে। বিদ্যুৎ খাতের কোম্পানি ইউপিজিডিসিএলের বাজার মূলধন ১৩ হাজার ৫৪৭ কোটি টাকা। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ২৩৩ টাকা ৭০ পয়সা। বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন ১০ হাজার ৩৫৭ কোটি টাকা। এক বছর ধরে কোম্পানিটির শেয়ারদর ১১৫ টাকা ৬০ পয়সায় স্থির রয়েছে।স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন ১৮ হাজার ৫৯৮ কোটি টাকা। এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২১৩ টাকা ৩০ থেকে ২০৯ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। বার্জার পেইন্টস বাংলাদেশের বাজার মূলধন ৮ হাজার ৪৯ কোটি টাকা। এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১ হাজার ৯০৭ টাকা ৩০ পয়সা থেকে ১ হাজার ৭১২ টাকার মধ্যে ওঠানামা করেছে। সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশের বাজার মূলধন ৭ হাজার ৯৯০ কোটি টাকা। এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৭২ টাকা থেকে ৬৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Share this news