শীর্ষ দশ কোম্পানির ৭০০ কোটি টাকার শেয়ার লেনদেন

Date: 2023-03-31 21:00:27
শীর্ষ দশ কোম্পানির ৭০০ কোটি টাকার শেয়ার লেনদেন
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের বড় অংশ দখলে রেখেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসিসহ ১০ কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর প্রায় ৭০০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার ৭৩৩ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর হাতবদল হওয়া শেয়ারের আর্থিক মূল্য ছিল ৬৯৩ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকা। যা গেল সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪২ দশমিক ২৯ শতাংশ।জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার হাতবদল হয়েছে ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির। এক সপ্তাহে কোম্পানিটির ১২৪ কোটি ৮৯ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১০৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার।লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সি ফুডের ৭৩ কোটি ৮২ লাখ ৮৭ হাজার, সি পার্লের ৬৯ কোটি ৬৭ লাখ ১৫ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫৭ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ও এডিএন টেলিকমের ৫২ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।এছাড়াও রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৬ কোটি ৮০ লাখ ৯০ হাজার, রংপুর ডেইরির ৪৬ কোটি ৩৪ হাজার এবং আমরা নেটওয়ার্কসের ৩৮ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news