শীর্ষ ব্রোকারদের সাথে বিএসইসির বৈঠক, জানে না বিএসইসি
শেয়ারবাজারের লেনদেনের মধ্যস্থাকারী শীর্ষ ব্রোকারদের সঙ্গে বিকেলে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কয়েকটি শীর্ষ ব্রোকারের প্রধান নির্বাহীরা শেয়ারনিউজকে নিশ্চিত করেছেন।তবে বিএসইসির কমিশনার ও মূখপাত্র এই বৈঠকের বিষয়ে অবগত নন বলে শেয়ারনিউজকে নিশ্চিত করেছেন। বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, বিএসইসির সাথে আজ ব্রোকারদের কোন বৈঠক নেই। যারা বাজারে এই গুজব ছড়াচ্ছে তা সঠিক নয়।তবে বৈঠকের বিষয়ে ইবিএল সিকিউরিটিজের এমডি মো. ছাইদুর রহমান শেয়ারনিউজকে বলেন, আজ বিকেলে বিএসইসির সাথে শীর্ষ ব্রোকারদের একটি বৈঠক রয়েছে। বৈঠকটি কার সাথে রয়েছে তা বৈঠক শেষে আমরা জানাবো।এদিকে, ইউসিবি স্টকের প্রধান নির্বাহী রহমত পাশাও বিএসইসির সাথে শীর্ষ ব্রোকারদের আজ বৈঠক রয়েছে বলে শেয়ারনিউজকে জানিয়েছেন।