সেবা খাতের শেয়ারের চাহিদা বেশি!

Date: 2022-09-20 12:22:16
সেবা খাতের শেয়ারের চাহিদা বেশি!
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। এদিন ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার মাস পর ছয় হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে। তার সঙ্গে গতকাল ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনর পরিমাণও বেড়েছে। তবে সূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। বড় এই উত্থানের দিনে সেবা খাতের শেয়ারের চাহিদা বেশি ছিল। এর ফলে দ্বিতীয় কার্যদিবসেও বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল সেবা খাত। আলোচ্য সপ্তাহের প্রথম কার্যদিবসেও আগ্রহের শীর্ষে ছিল এ খাত। এরপর বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বিবিধ খাত এবং তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে সিরামিক খাত এবং ওষুধ ও রসায়ন খাত।পুঁজিবাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা সেবা খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। এদিন খাটটিতে চারটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দুটি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এরপর অবস্থান করছে বিবিধ খাতের শেয়ারদর। খাতটিতে গতকাল শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ২৩ শতাংশ। গতকাল এ খাতে লেনদেন হওয়া ১৫টি কোম্পানির মধ্যে আটটি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় স্থানে থাকা সিরামিক খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ২০ শতাংশ । গতকাল এ খাতে লেনদেন হওয়া পাঁচটি কোম্পানির মধ্যে চারটির শেয়ারদর বেড়েছে। ১ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়ে বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।আলোচ্য খাতে গতকাল ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১৪টির দাম বেড়েছে। অপরদিকে শেয়ারদর কমার তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতের। গতকাল পাট খাতে শেয়ারদর কমেছে ৪ দশমিক ১৮ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে সাধারণ বিমা খাত। এ খাতে শেয়ারদর কমেছে ২ দশমিক ২ শতাংশ। শেয়ারদর কমার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত। গতকাল এই খাতের শেয়ারদর কমেছে ১ দশমিক ১৬ শতাংশ।এদিকে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে। এর পরের স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। গতকাল খাতটিতে ২১ দশমিক ২০ শতাংশ লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনর ৯ দশমিক ৪০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। ৭ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে চতুর্থ স্থানে রয়েছে সেবা খাত।বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৬০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৫১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪০৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮টির। গতকাল ডিএসইতে এক হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭৫ কোটি ৯০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

Share this news