সবচেয়ে খারাপ সময় পার করছে ওয়াইম্যাক্স
![সবচেয়ে খারাপ সময় পার করছে ওয়াইম্যাক্স](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5793/oimex-.jpg)
প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকে প্রতিবছর কোম্পানিটির মুনাফা কমেছে। তবে চলতি অর্থবছরে কোম্পানিটি সবচেয়ে বেশি খারাপ সময় পার করছে। চলতি অর্থবছরে কোম্পানিটি লোকসানে নিমজ্জিত হয়েছে। যদিও লোকসান কাটিয়ে উঠার যথাসাধ্য চেষ্টা করছে।ডিএসই’র তথ্য পর্যালোচনায় দেখা যায়, তালিকাভুক্তির প্রথম বছর ২০১৭ ছিল কোম্পানিটির সবচেয়ে ভালো বছর। ওই বছর কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছিল ২ টাকা ০৯ পয়সা। এর পর ২০১৮ সালে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, ২০১৯ সালে ১ টাকা ৬৬ পয়সা, ২০২০ সালে ৫১ পয়সা এবং গতবছর ২০২১ সালে ০৮ পয়সা।চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। যদিও আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৭ পয়সা। তবে ওই বছর শেষে কোম্পানিটি ইপিএস ইতিবাচক ছিল। যা ছিল ০৮ পয়সা।এদিকে, তালিকাভুক্তির পর কোম্পানিটির ডিভিডেন্ড কয়েক বছর কিছুটা ভালো থাকলে পরে তা খারাপ হয়ে যায়। ২০১৭ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১০ শতাংশ বোনাস। এরপর ২০১৮ সালে ১২.৫০ শতাংশ বোনাস, ২০১৯ সালে ১২.৫০ শতাংশ বোনাস এবং ২০২০ সালে ৫ শতাংশ বোনাস। গতবছর ২০২১ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ দিয়েছে।