সাত লাখ শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইলের দুই উদ্যোক্তা পরিচালক সাত লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে থাক ৪৩ লাখ ৪৫ হাজার ৪০২ টি শেয়ারের মধ্যে সাড়ে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।অন্যদিকে, কোম্পানিটির আরেক উদ্যোক্তা পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল মঈনের কাছে থাক ৪৩ লাখ ৪৫ হাজার ৪০২ টি শেয়ারের মধ্যে সাড়ে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।কোম্পানিটির দুই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে শেয়ারগুলো বিক্রয় করবে।