শাস্তির কবলে জেএমআই সিরিঞ্জ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ৩.৬০ শতাংশ নগদ লভ্যাংশের সমান।২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।এই বিধান সত্ত্বেও গতকাল (১৭ অক্টোবর) জেএমআই সিরিঞ্জের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র ৩৬ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৭ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার বোনাস শেয়ার দেবে।বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় জেএমআই সিরিঞ্জকে ৭ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে ৭৯লাখ ৫৬ হাজার টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ৩.৬০ শতাংশ নগদ লভ্যাংশের সমান।এ বিষয়ে জেএমআই সিরিঞ্জের সচিব মুহাম্মদ তারেক হোসাইন খান বিজনেস আওয়ারকে বলেন, সর্বনিম্ন ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্ত পরিপালনের জন্য এ বছর কোম্পানির পর্ষদ পুরোটাই বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। এই শর্ত পরিপালন করতে গিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত কর দিতে হবে।উল্লেখ্য, বর্তমানে জেএমআই সিরিঞ্জের ২২ কোটি ১০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে।