সাপ্তাহিক রিটার্নে ব্যাংক খাতের হতাশা সৃষ্টি

Date: 2022-11-04 01:00:13
সাপ্তাহিক রিটার্নে ব্যাংক খাতের হতাশা সৃষ্টি
সাম্প্রতিককালেতো বটেই চলতি বছরেও ব্যাংক খাত বিনিয়োগকারীদের তেমন উল্লেখযোগ্য মুনাফা নিতে সক্ষম হয়নি। বরাবরের মতো বিদায়ী সপ্তাহেও (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে শুধুমাত্র ব্যাংক খাতেই শেয়ারদর কমেছে। ফলে সব খাতের বিনিয়োগকারীরা খোশ মেজাজে থাকলেও ব্যাংক খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে হতাশায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।সাপ্তাহিক রিটার্নে ব্যাংক খাতের এমন বিমাতাসুলভ আচরণ বিনিয়োগকারীদের মনে এই খাতটির প্রতি অনিহাও তৈরি করেছে। অভিজ্ঞ বিনিয়োগকারীরা এমন অনিহার পেছনের কারণ হিসেবে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট, শ্রীলংকা ভীতি, সর্বশেষ অক্টোবর’২২ এর রেমিট্যান্স কমে যাওয়া ইত্যাদিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।ফলশ্রুতিতে, ব্যাংকখাতের অধিকাংশ কোম্পনি মৌলভিত্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও বিনিয়োগকাদের কাছে চরম অনিহা সৃষ্টি করেছে এবং অনিহা থেকে তৈরি হয়েছে হতাশা।ব্যাংক খাতের শেয়ারগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এই খাতে মোট ৩৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৬টির দর ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে, ১০-১৫ টাকার মধ্যে লেনদেন হচ্ছে ১১টি কোম্পানি আর শুধুমাত্র ডাচবাংলা ব্যাংক বাদে কোনো ব্যাংকের দরই ৪০ টাকার উপরে নয়।ব্যাংক খাতের শেয়ারগুলোর সম্পদমূল্য পর্যালোচনা করলে দেখা যায়, আকর্ষণীয় সম্পদ মূল্য থাকা সত্ত্বেও কেন ব্যাংক খাত মুনাফা দিতে পারছে না বোধগম্য নয়। ৩৩টি কোম্পানির মধ্যে মাত্র ১টি বাদে কোনো ব্যাংকের সম্পদ মূল্য সর্বনিম্ন ১৫ টাকার নিচে নেই। সর্বোচ্চ সম্পদ মূল্য ডাচবাংলা ব্যাংকের ৫৭ টাকা ২৬ পয়সা।ব্যাংক খাতের শেয়ারগুলোর পিই রেশিও পর্যালোচনা করলে দেখা যায়, গুটিকয়েক ব্যাংক বাদে সবগুলোর ব্যাংকের পিই রেশিও আকর্ষণীয় অবস্থায় রয়েছে। ব্যাংক গুলোর পিই রেশিও সর্বনিম্ন ২.৯২ থেকে ৩২.৬১ পয়েন্টে অবস্থান করছে। অথচ পিই রেশিও ৪০ এর নিচে নেমে গেলে ওই কোম্পানির শেয়ারটি বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় বলে গণ্য করা হয়।এতদসত্ত্বেও খাতগুলোর মধ্যে ব্যাংক খাত হতাশা তৈরি করেছে। সাপ্তাহিক রিটার্নে বিদায়ী সপ্তাহেও (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) একমাত্র লোকসানে ছিল। এই খাতে বিনিয়োগকারীরা লোকসান করেছেন ০.১০ শতাংশ।এছাড়া, বস্ত্র, মিউচুয়াল ফান্ড, আর্থিক, টেলিকমিউনিকেশন খাতের দর অপরিবর্তিত ছিল।

Share this news