সাপ্তাহিক অনাগ্রহের শীর্ষে মেঘনা লাইফ

বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ১৭৩টির বা ৪৪.৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৩.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৭০ টাকা বা ১২.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০.৪৫ শতাংশ, বিআইএফসির ৯.২৪ শতাংশ, আরডি ফুডের ৭.৮০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭.৫২ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.৪১ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৭.৪১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.২৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৬.৯৯ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৬.৯৪ শতাংশ কমেছে।