সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ২৩৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৪ লাখ ৯১ হাজার ৩৯৮টি শেয়ার হাতবদল করেছে।LankaBangla securites single pageতালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৩ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭২ লাখ ৫৫ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকা।লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি অ্যান্ড ফুড, নাভানা ফার্মা, জেমিনি সী ফুড, অগ্নি সিস্টেমস, আইটি কনসালটেন্টস, সী পার্ল বীচ ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।