সাপ্তাহিক লেনদেনের ১৫% তিন কোম্পানির দখলে

Date: 2022-12-09 16:00:09
সাপ্তাহিক লেনদেনের ১৫% তিন কোম্পানির দখলে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মাত্র ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২ দশমিক ৯৮ শতাংশ বা ৫০৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে আমরা নেটওয়ার্কস লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের দখলে রয়েছে প্রায় ১৫ শতাংশ লেনদেন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৮৯৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৮২ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৯০ শতাংশ।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিসের গত সপ্তাহে ৭৩ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকার ৮৩ লাখ ৩ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৮১ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ দশমিক ৮৫ শতাংশ।গত সপ্তাহে তৃতীয় অবস্থানে থাকা বসুন্ধারা পেপার মিলসের দখলে রয়েছে মোট লেনদেনের ৪ দশমিক ৫২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯০ লাখ ৮৩ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ।গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ২ দশমিক ২৯ শতাংশ কমার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার ৬৩ লাখ ৫৩ হাজার ৯০০টি শেয়ার লেনদেন হয়েছে।তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ২ দশমিক শূন্য ৭ শতাংশ কমলেও মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৭৩ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৪২ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার ৫২ লাখ ২৪ হাজার ৭৫৬টি শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৪০ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকার ৩৫ লাখ ৩৮ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনের ২ দশমিক ৬২ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। এ সময় কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৮৬ শতাংশ।তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ৯ দশমিক শূন্য ৭ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৪৫ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকার ৩৩ লাখ ৪১ হাজার ৭৩৫টি শেয়ার লেনদেন হয়েছে।মোট লেনদেনের ২ দশমিক ৪৫ শতাংশ নিয়ে তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫৯ লাখ ৭৩ হাজার ৩৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৬৭ শতাংশ।

Share this news