সাপ্তাহিক লেনদেনে ফের বেক্সিমকোর আধিপত্য
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ফের ওরিয়ন ফার্মাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৮৬ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৯৯২টি শেয়ার হাতবদল করেছেLankaBangla securites single pageতালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ১২ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৮ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার টাকা।ওরিয়ন ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১২ লাখ ৯ হাজার ৯৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা।লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালবানাইজিং, জেএমআই সিরিঞ্জ, জেএমআই হসপিটাল, পেপার প্রসেসিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কেডিএস অ্যাক্সেসরিজ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।