সাপ্তাহিক দরপতনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

Date: 2024-05-31 21:00:08
সাপ্তাহিক দরপতনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মাঝে ২৪৮টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।জানা গেছে, বিদায়ী সপ্তাহে (২৬ মে-৩০ মে) পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৪৮ টাকা ৬০ পয়সা।দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা যমুনা ব্যাংকের শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৩১ শতাংশ। আর শেয়ারের দাম ১৪ দশমিক ৩১ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স।সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ই-জেনারেশনের ১৩ দশমিক ৫৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩ দশমিক ১৫ শতাংশ, খান ব্রাদার্সের ১২ দশমিক ৯৫ শতাংশ, সালভো কেমিক্যালের ১২ দশমিক ০২ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ১১ দশমিক ৯০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১ দশমিক ৩০ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ১০ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this news