সাপ্তাহিক দর বৃদ্ধিতে বীমা কোম্পানির জয়জয়কার

Date: 2023-01-07 04:00:13
সাপ্তাহিক দর বৃদ্ধিতে বীমা কোম্পানির জয়জয়কার
নতুন বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বীমা কোম্পানির জয়জয়কার। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টিই হলো বীমা কোম্পানি।ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।গত সপ্তাহে দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯.৭৯ শতাংশ বেড়েছে।আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৪ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৮৮ হাজার টাকা।গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬৮ লাখ টাকা টাকা।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে।যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা।তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল-রোলিং মিলস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলমী লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Share this news