সানলাইফের ঋণমান এ মাইনাস ও এসটি-থ্রি

Date: 2023-09-12 21:00:10
সানলাইফের ঋণমান এ মাইনাস ও এসটি-থ্রি
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিপিএ (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি) রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-থ্রি’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন, চলতি হিসাব বছরের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিক ও প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরের জানুয়ারি-জুন সানলাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা বেশি হয়েছে।

Share this news