সানলাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ

তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বীমা কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়া একই সভা থেকে এদিন চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সানলাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল কমেছে ৩৫ কোটি ৫৭ লাখ টাকা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৯০ কোটি ৪৭ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ তহবিলের আকার ছিল ১৬৯ কোটি ৮৭ লাখ টাকা।