সামনে রমজান-ঈদ: অস্থিরতায় দিন পার করছেন বিনিয়োগকারীরা

Date: 2023-03-19 14:00:17
সামনে রমজান-ঈদ: অস্থিরতায় দিন পার করছেন বিনিয়োগকারীরা
বাজারকে টেনে তুলতে নানা প্রচেষ্টাতেও কাজ হচ্ছে না। দিনের পর দিন অস্থির পুঁজিবাজারে দিশেহারা হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। সামনে রমজান-ঈদকে ঘিরে এই অস্থিরতা আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠছে। আজ রোববার ১৯ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দর। ও লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ১৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৭.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৯ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৬০৫টি শেয়ার ৭৯ হাজার ৩৩৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ২৯ লাখ ০১ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ১৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৬.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২০.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৮.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৫০ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৯২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৪২টি শেয়ার ৭৮ হাজার ৯৫৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫শতাংশ বা ২৮.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩২৩.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১০টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩৯৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৪৭১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৮০ লাখ ৮৪ হাজার ৯২৫ টাকা।

Share this news