সামিট পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
![সামিট পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5027/summit-power.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পা¬নিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা।দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৭ পয়সা , গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২ পয়সা।দুই প্রান্তিক শেষে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ২ পয়সা, গত বছর একই সময়ে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৮ পয়সা।৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ৩১ পয়সা।