সামান্য পতনেই ফের ফ্লোর প্রাইসে ১০ শেয়ার
![সামান্য পতনেই ফের ফ্লোর প্রাইসে ১০ শেয়ার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6527/florr-price--.png)
সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার কিছুটা ইতিবাচক থাকলেও দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ এপ্রিল) ফের নেতিবাচক প্রবণতায় ফিরে এসেছে দেশের উভয় শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ৫৪টি কোম্পানির দর বেড়েছে। আর কমেছে ৬৯টির। অপরিবর্তিত রয়েছে ২০৮টির। যেগুলোর সিংহভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসের।আজ সামান্য পতনের ঝাপটায়ই ১০ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। কোম্পানিগুলো হলো- সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ, ইসলামী ইন্সুরেন্স, ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স, সিএপিএমআইবিবিএল মিচ্যুয়াল ফান্ড, ইয়াকিন পলিমার, এক্সপ্রেস ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স ও রেনউইক যগেস্বর।কোম্পানিগুলো মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের। কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০ পয়সা বা ১.৪২ শতাংশ। এরপর ইসলামী ইন্সুরেন্সের দর কমেছে ৫০ পয়সা বা ১.২৬ শতাংশ।তারপর দর কমেছে ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্সের ৪০ পয়সা বা ১.১৮ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিচ্যুয়াল ফান্ডের ১০ পয়সা বা ১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১০ পয়সা বা ০.৬১ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১০ পয়সা বা ০.৪০ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২০ পয়সা বা ০.২৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ১০ পয়সা বা ০.২৩ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ১০ পয়সা বা ০.২১ শতাংশ এবং রেনউইক যগেস্বরের ১০ পয়সা বা ০.০১ শতাংশ।কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স ও ইয়াকিন পলিমারের। এরমধ্যে ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫২৪টি এবং ইয়াকিন পলিমারের শেয়ার লেনদেন হয়েছে ৭ লাখ ৯ হাজার ৫০৪টি।কোম্পানিগুলো মধ্যে ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স আগের দিন ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়েছিল। বাকিগুলোর মধ্যে বেশিরভাগ বুধবার ও বৃহস্পতিবার ফ্লোর প্রাইস ভেঙ্গেছিল।