সাকিব ও হিরুর আল-আমিন কেমিক্যালের মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

Date: 2022-12-04 04:00:10
সাকিব ও হিরুর আল-আমিন কেমিক্যালের মূলধন বাড়ানোর সিদ্ধান্ত
শেয়ারবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৪৮.১৭৫ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিয়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠানসহ অন্যান্য সহযোগীরা।শেয়া্রবাজারের আলোচিত এ দুই ব্যবসায় কোম্পানিটির সঙ্গে যুক্ত হওয়ার পর এর ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদন করা হয়।সূত্রমতে, গত শনিবার (৩ ডিসেম্বর) ফরিদপুরের বিসিক শিল্প নগরীতে সাকিব আল হাসানের ব্যবসায়িক সহযোগীদের নিয়ে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ইজিএম অনুষ্ঠিত হয়। ওই সভায় কোম্পানির দুই এজেন্ডা অনুমোদন করা হয়েছে। এজেন্ডা দুটির মধ্যে একটি হলো- কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করা এবং অপরটি পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় বৃদ্ধি করা। এ দুইটি সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডাররা সম্মতি জানায়।এর আগে, চলতি বছরের গত ৩০ মে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা বা পরিচালকদের মোট ২৪ লাখ ৮ হাজার ৭৫০টি শেয়ার (মোট শেয়ারের ৪৮.১৮ শতাংশ) শর্ত সাপেক্ষে সাকিব ও হিরুর সহযোগীদের অধিগ্রহণ করার অনুমতি দেয় বিএসইসি। তবে কোম্পানির সমস্ত শেয়ার স্থানান্তর করা হলেও তা ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরি তা সম্পন্ন হবে বলে জানা গেছে।প্রসঙ্গত, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বর্তমানে শেয়ারবাজারের ওটিসি একটি তালিকাভুক্ত রয়েছে। সম্প্রতি বিএসইসি ওটিসি মার্কেট বাতিলের ঘোষণা দিয়েছে। তাই আর্থিক অবস্থা বিবেচনা করে কোম্পানিটিকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কোম্পানিটি ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫০ লাখ। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২.৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭.৪৬ শতাংশ শেয়ার রয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭.৫০ টাকায় লেনদেন হয়েছে।

Share this news