সাইফ পাওয়ারটেকের ঋণমান ‘‌এ টু’ ও ‘‌এসটি-থ্রি’

Date: 2023-04-15 17:00:32
সাইফ পাওয়ারটেকের ঋণমান ‘‌এ টু’ ও ‘‌এসটি-থ্রি’
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ টু’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-থ্রি’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

Share this news